মানুষ যেন তার খাদ্য নিয়ে গবেষণা করে

মানুষ যেন তার আহার নিয়ে গবেষণা করেفَلْيَنْظُرِ الإِنْسَانُ إِلَى طَعَامِهِঅর্থঃ মানুষ যেন তার খাদ্যের দিকে দৃষ্টি দেয়। [আয়াত ২৪] তাৎপর্যঃفَـ : الْفَاءُএখানে تَفْرِيعٌ অথবাاِسْتِئْنَافٌ হয়েছে। মানে, এখান থেকে বাক্য নতুনভাবে শুরু হয়েছে বা বর্ণনার ধারা আগের বিষয় থেকে অন্য বিষয়ে মোড় নিয়েছে।لِيَنْظُرْ :যেন দেখে। এটা নির্দেশবাচক ক্রিয়া। لِـ এর আগে কোনো অক্ষর না থাকলে যের … Read more