নামাযে রফউল ইয়াদাইন বা হাত উঠানো সম্পর্কে
তাকবিরাতুল ইহরাম বা তাকবিরে তাহরিমা তথা নামায শুরু করার সময় তাকবির বলে হাত উঠানো, রুকুতে যাওয়া ও রুকু থেকে উঠার সময় হাত উঠানো প্রসঙ্গে প্রমাণাদিঃপ্রথম হাদিসঃعن عبد الله بن عمر رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلاةَ ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ ، وَإِذَا رَفَعَ … Read more