admin@iercbd.com
ইহুদীরা কেন কোনো রাসূলকে হত্যা করতে পারে নি?
ইহুদীরা যে প্রতারক, কৌশলী, ছলনাময় ও ধুরন্ধর জাতি এটার ব্যাপারে সবাই সম্যক অবগত। তারা নিজেদের স্বার্থের জন্য এমন কোনো হীন কাজ নেই যা তারা করতে পারে না। তাদের স্বার্থসিদ্ধির জন্য যেকোনো কাজে তা খড়গহস্ত। তারা স্বার্থের জন্য যে কাউকেই হত্যা করত এবং করে। তারা অগণিত নবীকে হত্য করেছে, যাবৎ একদিনেই তারা ৪৩ জন্য নবীকে হত্যা … Read more
সহিহ হাদিসে কুদসী
গরিবকে সুযোগ দেয়া ও ক্ষমা করার ফযিলত عَنْ حُذَيْفَةَ ঃ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ : ((تَلَقَّتِ الْمَلَائِكَةُ رُوحَ رَجُلٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ فَقَالُوا: أَعَمِلْتَ مِنْ الْخَيْرِ شَيْئًا؟ قَالَ: لَا، قَالُوا: تَذَكَّرْ. قَالَ: كُنْتُ أُدَايِنُ النَّاسَ فَآمُرُ فِتْيَانِي أَنْ يُنْظِرُوا الْمُعْسِرَ وَيَتَجَوَّزُوا عَنْ الْمُوسِرِ قَالَ: قَالَ اللَّهُ عَزَّ وَجَلّ: تَجَوَّزُوا عَنْهُ)).أخرجه مسلم في الصحيح في … Read more
সূরা নাবা
সূরার নামঃ সূরার পরিচিতি নাবা’। সূরা নং ৭৮, মক্কী সূরা, আয়াত সংখ্যা-৪০, আরেক মতে ৪১। শব্দসংখ্যা ১৭৩ টি। অক্ষর ৭৭০টি। অবতীর্ণ হওয়ার দিক দিয়ে ৮০ তম। সূরার অন্যান্য নামসমূহঃ এ সূরাকে আম্মা বা আম্মা ইয়াতাসাআলূন এবং সূরাতুত তাসা-উল’ও বলা হয়, আবার সূরাতুল মু‘সিরাত’ও বলা হয়। (আত-তাহরীর ওয়াত তানভীর, ইবনে আশুর, ৩০/৫, তাফসীর আল-খাযেন, আলাউদ্দীন আল-বাগদাদী, … Read more